সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আজমিরীগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানবেতর জীবনযাপন 

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজমিরীগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানবেতর জীবনযাপন 

আজমিরীগঞ্জে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা, মুজিববর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে পানি ঢুকেছে। কোন উপায় না পেয়ে উপকারভোগীরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, আশ্রয়ণ প্রকল্প নিচু জায়গায় মাটি ভরাট করে উঁচু  না করে ঘর নির্মাণ করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের।  

আজমিরীগঞ্জ উপজেলার  ভূমিহীনদের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের আবাসন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী কাসেম মিয়া বলেন, উপহারের ঘরগুলো নিচু জায়গায় করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টি হলেই এমন অবস্থা সৃষ্টি হয় এবং বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। 

অথচ এ প্রকল্পের কাজ করার সময় উঁচু না করে ঘর নির্মাণ করছে। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করেই অপরিকল্পিতভাবে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছে। ৫নং কাকাইলচেও ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পানি আসার শুরুতেই তলিয়ে যায় তারা ওই ইউনিয়নের বন্যা আশ্রয়ণ কেন্দ্রে  আশ্রয় নিয়েছে। ২নং বদলপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বর্তমানে তলিয়ে না গেলেও  যায় যায় অবস্থা এবং  জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

এই বিষয় ইউএনও জুয়েল ভৌমিক জানান, আশ্রয়ণ প্রকল্পগুলোতে আমারা ত্রাণ বিতরণ করেছি, যারা ঘরে বসবাস করতে পারবে না তাদের বলে দেয়া হয়েছে বন্যা আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেয়ার জন্য। বিশুদ্ধ পানির কোন সমস্যা নেই, তবে যদি কারও সমস্যা হয়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যথেষ্ট রয়েছে খরব পেলেই আমরা পৌঁছে দেব।

টিএইচ